তুরস্ক স্কলারশিপ

তুরস্কে সরকারি বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু


২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে তুরস্কে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইডি অধ্যয়নের জন্য ফুল-ফ্রি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পিএইডি ও স্নাতকোত্তর আবেদন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৫ মার্চ পর্যন্ত অন্যদিকে 16 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত চলবে স্নাতক (সম্মান)’র আবেদন প্রক্রিয়া!
বৃত্তির আবেদন প্রক্রিয়া খুব একটা কঠিন হবে না, ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট/বা প্রফাইল তৈরী করলেন। এরপর আদেবন পত্র পুরণ করলেন। সার্টিফিকেট, ছবি, পার্সপোট অথবা ন্যাশনাল আইডি আপলোড করলেন। প্রফাইলের শেষ অপশনে সাবজেক্ট & ইউনিভার্সিটি সিলেক্ট করবেন । IELTS এর দরকার পড়বেনা, তবে আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করছেন, যদি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে IELTS / TOFEL থাকে তাহলে IELTS / TOFEL লাগবে । তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে; স্কলারশিপের স্টুডেন্টদের এক বছর তুর্কি ভাষার কোর্স করে তারকিশ ভাষায় পড়তে হয়, তবে এই বিষয়টা অনেক ক্ষেত্রেই ইউনিভার্সিটির উপরও নির্ভর করে । থাকা-খাওয়া ফ্রি তারউপর মাসিক ভাতাও পাওয়া যাবে। তবে আপনি যদি ইংরেজি ভাষায় পড়াশোনা করতে চান তাহলে ইংরেজি ভাষার দক্ষতা দেখাতে হবে – GRE, GMAT etc ইত্যাদির স্কোর দিতে হবে।



আবেদন করার জন্য যা যা যোগ্যতা থাকা লাগবে
– আপনি তুরস্কের নাগরিক না
– তুরষ্কের কোন বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হন নাই
– গড় মার্ক ৭০% তবে মেডিকেল ছাত্রদের বেলায় ৯০%
*বৃত্তির অধিনে যা যা থাকবে
– সর্ম্পর্ণ টিউশন ফি
– মাসিক খরচ: অনার্স 700 লিরা, মাস্টার্স 950 লিরা, পিএইচডি 1400 লিরা.
– আসল কোর্স শুরু হওয়ার আগে একবছর ফ্রি তুর্কি ভাষার কোর্স
– সরকারী ডর্মিটরিতে ফি থাকার ব্যবস্থা
– আসা-যাওয়ার বিমান টিকেট
– হ্যালথ ইনস্যুরেন্স

ভর্তিপ্রক্রিয়ায় গুরুত্ব দেয়া হবে
-Diploma Grade
-General-Average Grades Received Until the Last Term (cumulative GPA)
-University Entrance Exam Grade (if any)
-High School Graduation Exam / Baccalaureate Grade (if any)
-International Test Score (if any)
-Other academic assessment score.
তাই আবেদন করার সময় এইসব ব্যাপারে আপনার আবেদন পত্রে উল্লেখ করবেন আবার যদি ডকুমেন্ট দেয়ার অপশন থাকে তাহলে আপলোড দিবেন।
কিভাবে আবেদন করতে হবে: *অনলাইনে*
****What are the age criteria for applicant?
Applicants must
• be under the age of 21 for undergraduate programmes,
• be under the age of 30 for master's programmes
• be under the age of 35 for PhD programmes
• be (preferably) under the age of 45 for research programme
*****যেসব ডকুমেন্ট দিতে হবে:
--All academic certificates
– A copy of all academic certificates/ diploma
-A certified transcript (indicating courses taken and relevant grades of the candidate)
– A copy of a valid ID card (passport, national ID, birth certificate etc.) যেকোন একটার কপি দিলেই হবে।
-Passport photo
ডকুমেন্ট স্কেনিং করে পিডিএফ ফাইল বানানো যায়, অথবা ক্যামেরায় ছবি তুলে ওইটাও পিডিএফ ফাইল বানানো যায়।

আবেদন প্রক্রিয়া:
ওদের ওয়েবসাইটে গিয়ে online application form ক্লিক করে ওইটা পুরণ করবেন, আপনার নামে একটা একাউন্ট তৈরি করবেন,
এরপর যাযা ডকুমেন্ট আপলোড দিতে তা করবেন। এই ধরনের অনলাইনে আবেদন একসাথে একদিনে শেষ না করলেও চলে । মানে আপনার একাউন্ট খোলে লগ ইন করতে পারবে, সবকিছু আস্তে আস্তে করে ওখানে সেইভ করার ব্যাবস্থা থাকে। সবশেষে সাবমিট করলে চলে। অবশ্য আপনি কারো হেল্প নিতে পারেন এই ব্যাপারে।
ওয়েবসাইট লিংক https://www.turkiyeburslari.gov.tr/en/english-home/ ক্লিক করে, ওয়েবসাইটে উপরে ডানপাশে Apply Now একটা অপশন আছে ওইটাতে ক্লিক করে শুরু করতে হবে আবেদন প্রক্রিয়া। একেবারে উপরে ডানদিকে দুইটা পতাকা দেখা যায়, একটা বৃটেনের পতাকা, ওইটা হলো ইংরেছি ভাষার জন্য আরেক তুরষ্কের পতাকা ওইটা তুর্কি ভাষার জন্য। আপনি যেহেতু ইংরেজি ভাষায় ফরম ইত্যাদি পুরণ করবেন তাই বৃটেনের পতাকার উপর ক্লিক করবেন । ক্রমান্বয়ে https://www.turkiyeburslari.gov.tr/en/english-home/ এই লিংকে ঢুকে আপনার মেইল এড্রেস আর পাসওয়ার্ড দিয়ে Register এ ক্লিক করে আপনার প্রাথমিক ইনফরমেশন দিয়ে একটি একাউন্ট খুলবেন। আপনার মেইল আইডি তে একটি কনফার্মেশন মেইল আসবে সেখানে ঢুকে আপনার একাউন্ট টি একটিভ করবেন।এবার আপনার ই মেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে Log in করে স্টেপ বাই স্টেপ সকল ইনফরমেশন দিতে থাকবেন আর ডকুমেন্ট গুলো আপলোড করবেন। (যত এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট আছে সব স্কেন করে আপলোড করবেন) এবার Home Page এ ক্লিক করলে আপনার জন্য উপযোগী স্কলারশিপ এর অপশন আসবে দেন Apply লিখায় ক্লিক করবেন। Letter of Intent + Preference (varsity choice) + Reference letter + Questionnaire এগুলো ফিলাপ করে সামারী টা সুন্দর ভাবে চেক করে Submit করে দিবেন।

সকলের জন্য শুভ কামনা।
(ফেসবুক হতে সংগ্রহিত)
Next Post Previous Post

Contact Form