উত্তম আমল

আল্লামা ফখরুদ্দিন রাযী (রঃ) বলেন, আল্লাহ তা’আলার বাণী, ”উত্তম আ’মল এর ব্যাখ্যা মুফাসসীরীনে কেরাম কয়েক ভাবে করেছেন। একটি হলো এই যে, আ’মল এখলাসের সাথে নির্ভূল পন্থায় না হয়, তবে তা গ্রহণযোগ্য হবে না। অনুরুপভাবে যদি আ’মল এখলাস শুন্য হয় নির্ভূল হয় তবে তাও গ্রহণযোগ্য হবে না। এখলাসের সাথে হওয়ার অর্থ হলো-আ’মল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। নির্ভূল হওয়ার অর্থ হলো-আ’মল সুন্নাত মোতাবেক হওয়া।”

(তাফসিরে কাবীর ৮ম খন্ড,২৪৩ পৃষ্ঠা আল আবুদিয়্যাহ২০-২১পৃঃ)

Next Post
No Comment
Add Comment
comment url

Contact Form