কেয়ামতের উম্মতদের সাথে রাসূলের ব্যবহার কেমন হবে!
হযরত আয়েশা রাঃ বলেছেন, আমি প্রশ্ন করলাম হে রাসুলাল্লাহে পরকালে কেয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য উম্মতদের মধ্য থেকে আপনার জান্নাতী উম্মত আপনি কিভাবে বেছে নিবেন। হুজুর বলেন যপদি কোন ঘুড়ার কপাল যদি থাকে সাদা, আর এই সাদা কপালওয়ালা ঘুড়া যদি অনেক ঘুড়ার মাঝে হারিয়া যায় তাহলে কি তা পেতে কষ্ট হবে নাকি? আয়েশা রাঃ বলেন খুব সহজে পাওয়া যাবে। এরপর হুজুর বলেন কেয়ামতে অসংখ্য উম্মতদের মধ্য থেকে আমার জান্নাতী উম্মতদের আমি এভাবেই বেছে নিবো। যারা দুনিয়াতে ঈমান এনে নামাজ পড়েছে, আল্লাহর হুকুম পালন করেছে, দ্বীনের পথে চলেছে তাদের চেহারার ভিতর ঈমানের নূর চমকাতে থাকবে, ওই ঈমানের নূরেরর চমক দেখে দেখে আমি আমার উম্মতদেরকে আমি বাছাই করবো।
সেদিন ঐ কেয়ামতের ময়দানে, ঈমাণ আনার পরেও যারা নামাজ পড়ে না, রোজা রেখেনি, ইসলামকে অস্বীকার করেছে, ওরা বলবে হে রাসূল আমিও তো আপনার উম্মত। আমাকেও সুপারিশ করুন। তখন আল্লাহর নবী বলবেন "দূর হয়ে যাও" তুমি যদি আমার উম্মত হয়ে থাকবে তাহনে ওইসব উম্মতের মতো ঈমানের নূর চমক তোমার কপালে আমি দেখতে পেতাম।
